সম্প্রতি ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে তাদের সংসার ভাঙছে এমন দাবি করা হয় কলকাতার একটি সংবাদমাধ্যমে।
এরপর বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন মিথিলা। তিনি জানান, ‘একটা মিথ্যা জিনিস মানুষ কীভাবে ছড়িয়ে দেয়, অবাক লাগে। অথচ কত ভালো ভালো কাজ করে যাচ্ছি, সেগুলো নিয়ে ওভাবে লেখাও হয় না, ছড়ানোও হয় না। অনলাইনের যুগে এসে যে যেভাবে পারছে, মনগড়া লিখে দিচ্ছে। তবে এসব নিয়ে আমি একদমই মাথায় ঘামাই না। দিনশেষে মিথ্যা মিথ্যাই থেকে যায়।’
এসবের মাঝেই গত বুধবার হঠাৎ অসুস্থ বোধ করেন সৃজিত। সেই খবরে কলকাতায় ছুটে যান মিথিলা। সেখানে গিয়ে স্বামীকে নিয়ে হাসপাতালেও যান তিনি।
মিথিলা কলকাতায় ফিরতে তাকে নিয়েই ঈদ উদযাপন করেছেন সৃজিত। শুধূ তাই নয়, স্ত্রী-কন্যাকে নিয়ে ঈদের দিন ডিনারের জন্য বের হয়েছিলেন তিনি।
এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন সৃজিত নিজেই। যেখানে মিথিলা, মেয়ে আইরাকে দেখা গেছে একসঙ্গেই। ডিনারের কয়েকটি ছবি প্রকাশ করে সৃজিত লিখেছেন, ঈদ ডিনার।
ছবিতে স্লিভলেস কালো শাড়িতে দেখা গেছে মিথিলাকে। সৃজিতকে পাশে নিয়ে খাবারের টেবিলে চুল ঠিক করছেন তো কখনো নিজ হাতে স্বামী-কন্যাকে এক ফ্রেমে রেখে সেলফি তুলছেন।
সৃজিতের সঙ্গে ডিনারে গিয়ে নিজেদের বিচ্ছেদ উঞ্জন আপাতত উড়িয়ে দিলেন মিথিলা। দুজনে একসঙ্গে বেশ ভালো আছেন সেটাই যেনো বুঝিয়ে দিল তাদের এই ডিনারের চিত্র।
এসএ-০২/৩০/২৩ (বিনোদন ডেস্ক)