দিল্লির কপূরথলা হাউজে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গত ১৩ মে আংটিবদল করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। চলতি বছরেই জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তারা। আপাতত সেই আয়োজন নিয়েই ব্যস্ত এই যুগল। তবে এর মধ্যেই সময় বের করে একসঙ্গে ঘুরতে গেলেন দুজন।
সোশ্যাল মিডিয়ায় তাদের এই সফরের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, স্বর্ণমন্দিরে গিয়েছেন তারা। সেদিন সাদা পোশাকে সেজে ছিলেন পরিণীতি। তার মাথা ঢাকা ছিল সাদা ওড়নায়। অন্যদিকে সাদা কুর্তা-পাজামা পরেছিলেন রাঘব। সঙ্গে ধূসর রঙের জওহর কোট। মাথা ঢাকা ছিল গেরুয়া রঙের কাপড়ে। স্বর্ণমন্দিরে সেবাও করেন তারা।
অমৃতসর বিমানবন্দর থেকে সোজা স্বর্ণ মন্দিরে পৌঁছে যেতে দেখা যায় তাদের। জীবনের নতুন ইনিংস যাতে সুখের হয় সেই কামনা নিয়েই শ্রী হরমিন্দর সাহিবে আশীর্বাদ নিতে গিয়েছিলেন দুজন।
রাঘব-পরিণীতি দু’জনই সেই স্বর্ণমন্দিরের সামনে দাঁড়িয়ে একসঙ্গে ছবি তুলে তা সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। দু’জনেই এই দিনটিকে বিশেষ বলে উল্লেখ করেছেন।
বাগদান পর্ব সারার পর এবার বোন প্রিয়াঙ্কা চোপড়ার মতো রাজস্থানেই গাঁটছড়া বাঁধতে চলেছেন পরিণীতি। আংটিবদলের অনুষ্ঠানের পর থেকেই কয়েকদিন ধরে জয়পুর, উদয়পুরের বিভিন্ন হোটেল ঘুরে দেখছিলেন পরিণীতি ও রাঘব।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের শীতে বসতে চলেছে তাদের বিয়ের আসর। ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে বিয়ের অনুষ্ঠানের স্থান। উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’ হোটেলে বসতে চলেছে তাদের বিয়ের আসর। এই হোটেলেই শুটিং হয়েছিল বলিউড সিনেমা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র। একেবারে পাঞ্জাবি রীতিনীতি মেনে হবে দুই তারকার বিয়ে।
এসএ-০২/০২/২৩ (বিনোদন ডেস্ক)