মার্কিনের পপতারকা সেলেনা গোমেজ মানেই শ্রোতা-দর্শকদের বাড়তি উন্মাদনা। গানের জাদুতে মুগ্ধ করে রাখেন শ্রোতাদের। তবে সাম্প্রতিক সময়ের আলোড়ন সৃষ্টি করা একটি গানে জীবন বদলে গেছে এই গায়িকার। সেলেনা নিজেই জানিয়েছেন সেই কথা।
বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে নাইজেরিয়ান পপতারকা রেমার ‘বেবি কাম ডাউন’ গানটি। ইতোমধ্যে গানটির রিল ভিডিওর জোয়ারে ভাসছে নেটদুনিয়া। পরবর্তী সময়ে রেমার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সেলেনা।
রোববার (২ জুলাই) গানটির সুরকার ও সহশিল্পী রেমাকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন সেলেনা। সেই সঙ্গে ইনস্টাগ্রামের ওই পোস্টে ‘বেবি কাম ডাউন’গান থেকে নিজের ও রেমার দুটি ছবিও শেয়ার করেছেন।
ক্যাপশনে গায়িকা লিখেছেন, এই মানুষটি আমার জীবনকে চিরতরে বদলে দিয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে একটি এটি। আমাকে বেছে নেওয়ার জন্য তাকে ধন্যবাদ। ভালোবাসি চিরকাল। পোস্টটি রেমাকে ট্যাগও করেছেন তিনি।
জানা গেছে, ২০২২ সালে ‘বেবি কাম ডাউন’ গানটির মাধ্যমে প্রথমবারের মতো নাইজেরিয়ান র্যাপারের সঙ্গে জুটি বেঁধেছেন সেলেনা গোমেজ। তার অ্যালবাম ‘রেভ এন্ড রোজেস’র মাধ্যমে গানটি প্রকাশ করেছিলেন ২৩ বছর বয়সী এই গায়ক।
কেবল ভক্তদেরই নয়, সমালোচকদের মনও জয় করে নিয়েছে গানটি। তাই তো মুক্তির পরপরই দ্রুততম সময়ে এটি বিলবোর্ডের হট ১০০ গানের তালিকায় জায়গা করে নিয়েছে।
এসএ-০৩/০৩/২৩ (বিনোদন ডেস্ক)