বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৃজিতা দে। খ্রিষ্টান রীতি মেনে একটি গীর্জায় বিয়ে করেন উত্তরন ও নজর খ্যাত বাঙালি অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।
রোববার (২ জুলাই) জার্মানির একটি গীর্জায় খ্রিষ্টান রীতি অনুযায়ী বিয়ে করেন অভিনেত্রী।
এদিন সৃজিতার পরনে ছিল সাদা রঙের গাউন। অন্যদিকে কালো স্যুট পরেছিলেন তার দীর্ঘদিনের প্রেমিক। তাদের বিয়ের ছবি ঠিক যেন রূপকথার মতো!
মাইকেল বহম পেপের সঙ্গে বিগত তিন বছর সম্পর্কে রয়েছেন সৃজিতা। জার্মানির বাসিন্দা হলেও কাজের তাগিদে বর্তমানে ভারতে থাকেন তিনি।
২০২১ সালেই বিয়ের পরিকল্পনা ছিল তাদের। তবে করোনা মহামারির কারণে তা পিছিয়ে যায়। গতবছর প্যারিসের আইফেল টাওয়ারের সামনে সৃজিতাকে প্রপোজ করেছিলেন মাইকেল বহম পেপ।
খ্রিষ্টান রীতিতে বিয়ের পর বাঙালি রীতিতেও বিয়ে করবেন তারা। এই বছরের শেষেই টোপর মাথায় দেখা যাবে জার্মান পাত্রকে।
বিগ বস সিজন ১৬-এ জনপ্রিয়তা পান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৃজিতা দে। তিন বছর ধরেই কমিটেড সম্পর্কে ছিলেন অভিনেত্রী। এই বছরের শেষেই বাঙালি মতে বিয়ে করবেন তারা।
এসএ-০৪/০৩/২৩ (বিনোদন ডেস্ক)