বলি তারকা দিশা পাটানি -টাইগার শ্রফের প্রেমের গুঞ্জন নতুন কোনো ইস্যু নয়। গত বছর তাদের প্রেমের সম্পর্কের ইতি ঘটে। তবে পুরনো সে প্রেমের টানে আবারও তারা এক হতে চলেছেন সম্প্রতি এমনই গুঞ্জন উঠেছে বলিপাড়ায়।
গুঞ্জনের সূত্রপাত ঘটে দিল্লিতে। সেখানে একসঙ্গে তারা উপভোগ করেন MFN ম্যাচ। তাদের একসঙ্গে দেখে ভক্তরা ওই মুহূর্তকে মোবাইলে ভিডিও করে। নেটমাধ্যমে সে ভিডিও এখন ভাইরাল।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লির MFN ম্যাচের অনুষ্ঠানে একসঙ্গে পৌঁছান এ তারকা জুটি। বিমানেও তারা মুখোমুখি বসেছিলেন।
অনুষ্ঠানেও তাদের একইসঙ্গে বসতে ও হাঁটতে দেখা গেছে। ওই সময় বারবারই টাইগার দিশার দিকে তাকিয়ে ছিলেন। ভিড়ের মধ্যেও দিশাকে চোখের আড়াল করেননি টাইগার।
অন্যদিকে দিশা খুব একটা টাইগারের দিকে তাকাননি। কথাও বলেননি। তবে টাইগারের আশেপাশেই থাকতে দেখা গেছে দিশাকে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কালো শার্ট ও ট্রাউজার্স পরে অনুষ্ঠানে আসেন টাইগার। ওই সময় দিশা পরেছিলেন একটি ক্রপ টপ ও সাদা ট্রাউজার।
গত শনিবার দিল্লিতে মিক্সড মার্শাল আর্টের একটি অনুষ্ঠানে অংশ নেন টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ। সে অনুষ্ঠানেই একসঙ্গে দেখা যায় টাইগার ও দিশাকে।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইগারের মা আয়েশা শ্রফ ও বোন কৃষ্ণা শ্রফও। অনুষ্ঠানে টাইগারের সঙ্গে বেশি কথা না বললেও টাইগারের মা আয়েশা শ্রফ ও বোন কৃষ্ণা শ্রফের সঙ্গে হেসে কথা বলতে দেখা গেছে বলি অভিনেত্রী দিশাকে। হঠাৎ টাইগার সহ তার পরিবারের সঙ্গে দিশার ভ্রমণে নেটিজেনদের আশা,পুরনো এ তরকা জুটি রুপালি পর্দার পাশাপাশি বাস্তবেও জুটি বাঁধতে চলেছেন।
এসএইচ-০৯/০৪/২৩ (বিনোদন ডেস্ক)