লস অ্যাঞ্জেলেসে শুটিং এ আহত হয়েছেন শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিং চলাকালীন আহত হয়েছেন। দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রে তার নাকে অস্ত্রোপচার করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৪ জুলাই) লস অ্যাঞ্জেলেসে শুটিং এর সময় নাকে ব্যথা পান শাহরুখ খান। এসময় রক্তক্ষরণ শুরু হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, শাহরুখের নাকে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে।

জানা যায়, দুর্ঘটনার পরে শাহরুখ খান ভারতে ফিরে এসেছেন। নাকে ব্যান্ডেজ অবস্থায় এখন তিনি বাড়িতে আছেন । তবে এ ঘটনায় শাহরুখ বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

সম্প্রতি দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরেন শাহরুখ। রোমান্সের খোলস ছেড়ে ভরপুর অ্যাকশন মুডের সিনেমা উপহার দিচ্ছেন। সামনে মুক্তি পেতে চলেছে তার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘জওয়ান’।

এসএ-০৩/০৪/২৩ (বিনোদন ডেস্ক)