প্রেমিকের ছবি প্রকাশ্যে আনলেন মাহি

হালের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি টিকটকেও বেশ জনপ্রিয় তিনি। এবার ভালোবাসার মানুষটিকে সবার সামনে নিয়ে এলেন মাহি।

প্রেম করছেন, এর আগে এমন ইঙ্গিত বহুবার দিলেও কোনো কিছু পরিষ্কার করেননি তিনি। তবে এবার প্রেমিকের ছবি প্রকাশ করায় সেটা অনেকটাই পরিষ্কার হলো- অন্তত নেটিজেনরা এমন ধারণা করছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন মাহি। যেখানে দেখা যাচ্ছে এক তরুণ মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন।

অপর একটি ভিডিওতে দেখা যায়, মাহি একটি গাড়িতে করে ওই তরুণের সঙ্গে কোথাও যাচ্ছিলেন, এমন সময় ধীরে ধীরে ওই তরুণের হাতে হাত রেখে নিজেদেরকে মুঠোবন্দি করেন তিনি।

ছবিটি শেয়ার করার পর সেটা দেখে অভিনন্দন জানিয়েছেন তেলেগু ও বাংলা সিনেমার নায়িকা মেঘলা মুক্তা। এর জবাবে ভালোবাসার ইমোজিও দিয়েছেন মাহি। এটাই হয়তো সম্পর্ক প্রকাশের নীরব স্বীকারোক্তি। পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরাও।

ইতোমধ্যে মাহির ওই ভিডিও এবং ছবির মন্তব্যের ঘরে রীতিমতো ঝড় উঠেছে তার ভক্তদের। একজন লেখেন, ফাইনালি গুড নিউজ।

জানা গেছে, মাহির প্রেমিকের নাম শাফি নাবিল। এর আগেও নাবিলের সঙ্গে ছবি দিয়েছিলেন মাহি। তবে সেসব ছবিতে ইঙ্গিত থাকলেও, সম্পর্কের বিষয়ে কিছু খোলাসা করেননি এই তারকা।

এসএ-০১/০৫/২৩ (বিনোদন ডেস্ক)