বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৭ রানে হারলো বাংলাদেশ

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুই দফা বাগড়া দেয় বৃষ্টি। এবার আরও একবার বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ২১.৪ ওভারের পর বন্ধ হয়ে যায় খেলা। এ সময় ২ উইকেটে হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে আফগানিস্তান। তবে বৃষ্টি আইনে পার স্কোর এ সময় ৬৭ রান। ফলে বৃষ্টির কারণে খেলা আর না হাওয়ায় ১৭ রানে জিতে যায় আফগানিস্তান।

বৃষ্টি আইনে পাওয়া ১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দেখেশুনে গুরবাজ ও জাদরান। টাইগার বোলারদের কোন সুযোগ না দিয়ে কিছুটা ধীর গতিতে রান তুলতে থাকেন এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত ৯ ওভার শেষে বিনা উইকেটে ৩২ রান সংগ্রহ করে আফগানিস্তান।

তবে দলীয় ৫৪ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ৪৫ বলে ২২ রান করা গুরবাজকে আউট করে ব্রেক থ্রু এনে দেন সাকিব। সাকিবের পর বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন পেসার তাসকিন। দলীয় ৭০ রানে ১৪ বলে ৮ রান করা রহমত শাহকে সাজঘরে ফেরান তাসকিন।

২১ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। এরপর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা মাঠে না গড়ালে ১৭ রানে জয় পায় আফগানরা। এই জয়ে তিন ম্যাচে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো আফগানিস্তান।

এসএ-০৩/০৬/২৩ (স্পোর্টস ডেস্ক)