রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে এতদিন পর মুখ খুললেন আনুশকা

‘ব্যান্ড বাজা বারাত, ‘লেডিস ভার্সেস রিকি বহেল’ থেকে ‘দিল ধড়কনে দো’, একসঙ্গে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন রণবীর সিং- আনুশকা শর্মা। রণবীরের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাতের’ নায়িকা ছিলেন আনুশকা৷ প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন এ জুটি। ছবির সাফল্যের পরই রণবীর ও আনুশকা প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে বলিপাড়ায়৷

আনুশকা অবশ্য বরাবরই এই খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন৷ বর্তমানে তিনি ক্রিকেটার বিরাট কোহলীর স্ত্রী৷ অন্যদিকে রণবীর ও দীপিকা পাডুকোনের সুখের সংসার৷ কিন্তু রণবীর আর আনুশকা সম্পর্ক আসলে ঠিক কেমন ছিল? সত্যিই কি প্রেমের সম্পর্কে ছিলেন এই জুটি? আনুশকা একবার অতিথি হয়ে এসেছিলেন সিমি গারেওয়ালের শো ‘দ্য মোস্ট ডিজায়ারেবল’-এ৷

সিমি গারেওয়ালের এই শোতেই রণবীরের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে খোলসা করেন আনুশকা রণবীরের সঙ্গে তার কোনো দিনই প্রেমের সম্পর্ক ছিল না৷ আনুশকা বলেন, আমাদের সম্পর্কের কোনো স্থিরতা নেই৷ আমরা দুজন দুজনকে খুনও করে ফেলতে পারি৷ আমি সত্যি বলছি৷ আমি ওর মাথা কেটে ফেলতে পারি, ও আমার মাথা কেটে ফেলতে পারে৷

দুজনের সম্পর্ক কেন প্রেমের পরিণতি পেল না সেই বিষয়ে তিনি আরও বলেন, আমাদের দুজনের জীবনের দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা৷ ও ভীষণই বাস্তববাদী মানুষ৷ আর আমি একেবারেই বাস্তববাদী নই৷ আমরা দুজনেই ভীষণ উত্তেজিত প্রকৃতির৷ কিন্তু আমার আমি এ মুহূর্তে কোনো সম্পর্কে যেতেই চাই না৷

এসএ-০৭/০৭/২৩ (বিনোদন ডেস্ক)