‘ভালো থেকো ঢাকা, আবার দেখা হবে’ : অনুপম

কলকাতার মতো বাংলাদেশেও বেশ পরিচিত মুখ অনুপম রায়। সঙ্গীতজগতে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হলে ‘ম্যাজিক্যাল নাইট’ নামে একটি কনসার্টে লাইভ শো করলেন এ সংগীতশিল্পী।

বুধবার দুপুর ১টা ১০ মিনিটে এ কনসার্টের জন্য ঢাকায় পা রাখেন অনুপম ও তার টিম। এসময় তাকে স্বাগত জানান কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনসের কর্মকর্তারা। তবে এখানে অনুপমসহ কলকাতার আরেক জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘তালপাতার সেপাই’ও পারফর্ম করে। এছাড়াও বাংলাদেশের জনপ্রিয় সংগীত তারকা শায়ান চৌধুরী অর্ণব, ব্যান্ড ‘মেঘদল’ ও সাম্প্রতিক সময়ে অন্তর্জালে সাড়া জাগানো ‘হাতিরপুল সেশনস’ও পারফর্ম করে এ কনসার্টে।

‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টটি দেখার জন্য একাধিক মূল্যের টিকিট বিক্রি করা হয়। এর মধ্যে ভিআইপি টিকিটের মূল্য ১০ হাজার টাকা, যেখানে শ্রোতা দর্শকরা শিল্পীদের সঙ্গে সাক্ষাতসহ ডিনারও করতে পারবেন। এছাড়াও ভিআইপি সিটিং জোনের টিকিট ৪ হাজার ৫০০ টাকা এবং সাধারণ সারির টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা।

অনুপমের গান শুনতে হল ছিল কানায় কানায় ভর্তি। ওই ছবি শেয়ার করলেন তিনি নিজেই। কনসার্টের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ধন্যবাদ ঢাকা – এখনও অনেক গান শোনানো বাকি থেকে গেল যে…’

এদিকে বৃহস্পতিবার সকালে কনসার্টের আগে ঢাকার রাস্তায় ঘুরতে দেখা গেল অনুপমকে। প্রিয় শিল্পীকে দেখে অনেকেই তার সঙ্গে সেলফি তুলে নেন। বনানীর রাস্তায় ক্যাজুয়াল পোশাকে হাঁটতেও দেখা গেছে তাকে। এদিন তিনি দুপুরের লাঞ্চে খান আলু ভর্তা, ভাত, ডাল, আলুভাজা আর সঙ্গে পদ্মার ইলিশ ভাজা। পাশাপাশি সাংবাদ সম্মেলন করে মঞ্চে ঝড় তোলেন অনুপম। উপস্থিত দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মোবাইলের আলো জ্বেলে অনুপমের গানে মাতলেন দর্শক-শ্রোতারা। ওই ভিডিও পোস্ট করে অনুপম লেখেন, ‘ভালো থেকো ঢাকা, আবার দেখা হবে।’

এসএ-০৬/০৮/২৩ (বিনোদন ডেস্ক)