বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দীর্ঘদিন ধরেই মুগ্ধতা ছড়িয়ে আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের। এবার তার ক্যারিয়ারের ‘বিশেষ’ কাজটি করতে চলেছেন তিনি।
শুক্রবার (৭ জুলাই) তারই অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে একটি ভিডিও পোস্ট করে চমক দিলেন অনুপম খের। আর অভিনেতাকে এই বেশে দেখে অবাক নেটদুনিয়া। রীতিমতো নেটিজেনদের নজর কেড়েছেন তিনি।
তবে সকলের বিস্ময় দূর করে অনুপম খের জানিয়েছেন, তার আসন্ন সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন তিনি। ক্যাপশনে অনুপম লেখেন, এটা আমার ৫৩৮তম কাজ। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে পেরে আমি ভীষণ গর্বিত।
ওই ভিডিওতে দেখা যায়, তিনি পাকা চুল-দাড়িতে দাঁড়িয়ে রয়েছেন একেবারে রবিঠাকুরের মতো। অভিনেতার পরনে রয়েছে রবীন্দ্রনাথের মতো পোশাক।
জানা গেছে, কয়েক মাস আগে শান্তিনিকেতনে এসেছিলেন অনুপম। বোলপুর থেকে শেয়ার করেছিলেন নানা ভিডিও ও ছবি। সেখানে দেখা গিয়েছিল বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের সঙ্গে রবীন্দ্রসংগীত গাইতে। তখনই ইঙ্গিত দিয়েছিলেন এই সিনেমার।
প্রসঙ্গত, বর্তমানে নির্মাতা অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত অনুপম খের। এতে অনুপম ছাড়াও রয়েছেন সারা আলী খান, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, নীনা গুপ্তা, কঙ্কনা সেন, আলি ফজল এবং ফাতিমা সানা শেখ। এ ছাড়া কঙ্গনা রানাউতের ‘ইর্মাজেন্সি’সিনেমাতেও দেখা যাবে অনুপম খেরকে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এসএ-০১/০৯/২৩ (বিনোদন ডেস্ক)