‘অন্তর্জাল’র মুক্তির তারিখ ঘোষণা

দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমা ‘অন্তর্জাল’। গেল ঈদে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। কিন্তু ঈদের তালিকায় একাধিক সিনেমা ও নানা কারণে ‘অন্তর্জাল’ মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেন এর নির্মাতা দীপংকর দীপন। এবার সিনেমার মুক্তির তারিখ জানালেন তিনি। আগামী ৮ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে উন্মুক্ত হচ্ছে ‘অন্তর্জাল’।

নির্মাতা দীপংকর দীপন বলেন, ‘এই ছবির প্রি-প্রডাকশনে আমি সবচেয়ে বেশি সময় দিয়েছি। শুটিংও করেছি বাড়তি যত্ন নিয়ে। ফলে পোস্ট-প্রডাকশনের কাজটাও মনের মতো নিখুঁত করতে চেয়েছিলাম। তড়িঘড়ি করে ছবিটি মুক্তি দেওয়ার কোনো মানেই হয় না। নিজেদের মনমতো সম্পাদনার সব কাজ করেছি।’

ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার হালচাল নিয়ে নির্মিত হয়েছে সাইবার অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘অন্তর্জাল’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।

‘অন্তর্জাল’র গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

এসএ-০৮/০৯/২৩ (বিনোদন ডেস্ক)