বলিউডে সবাই তাকে ‘ভাইজান’ বলে ডাকে। তাকে সমীহ করে চলে সবাই। কখন কার ওপর চড়াও হন বোঝা মুশকিল। অতি সম্প্রতি ‘বিগ বস: ওটিটি ২’-এর ঘরে প্রতিযোগীদের দিলেন নীতি-নৈতিকতার লম্বা বয়ান। এবার নিজেই দেখালেন না নৈতিকতা, তাই তো প্রবল সমালোচনার মুখে পড়তেও বেশি সময় লাগল না।
হ্যাঁ, বলা হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের কথা। এই মুহূর্তে যিনি সামলাচ্ছেন ‘বিগ বস ওটিটি’র এবারের মৌসুমের সঞ্চালনার দায়িত্বভার। শনিবার রাতে সপ্তাহান্তের বিশেষ পর্ব ‘উইকেন্ড কা বার’-এ সালমান খানের হাতে জ্বলন্ত সিগারেট দেখা গেছে। সেই ছবি-ভিডিও দাবানলের গতিতে ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে।
বলিউড সুপারস্টার হয়েও তার এরকম আচরণ মেনে নিতে পারেননি অনেকেই। নেটপাড়ার নীতিপুলিশেরা প্রশ্ন তুলেছেন, ’নবীন প্রজন্মের কাছে কী বার্তা দিচ্ছেন আপনি? আপনাকে দেখে কী শিখবে ওরা?’
কারো মন্তব্য, “এক সপ্তাহ আগেই যেখানে ‘বিগ বস’-এর ঘরে আকাঙ্ক্ষা পুরি, জাদ হাদিদের পারিবারিক শিক্ষা-সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সালমান, সেখানে নিজেই কিনা হাতে সিগারেট নিয়ে শো সঞ্চালনা করছেন। এটা কীরকম হিপোক্রিসি?’ কেউ বা আবার সলমনকে কটাক্ষ করে বলেন, ‘জানি আপনি হিপোক্রেট। কিন্তু যাদেরকে জ্ঞান দিচ্ছেন, অন্তত তাদের সামনে তো নম্র আচরণ করুন।’ ভাইজানের উদ্দেশে কারো বা উপদেশ, ‘অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজেকে শুধরান।’
সবমিলিয়ে ‘বিগ বস ওটিটি ২’তে সালমান খানের নতুন এই কীর্তি নিয়ে সরগরম নেটপাড়া। দেখার বিষয়, নতুন এই বিতর্কের জল কতদূর গড়ায়। সালমানই বা এটার জবাব কী দেন।
এসএ-০৯/০৯/২৩ (বিনোদন ডেস্ক)