যে বয়সে স্কুল-পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা সে বয়সে কাড়ি কাড়ি অর্থ কামাচ্ছেন খুদে এই মডেল। বয়স সবে ১১ বছর। এই বয়সেই তার জনপ্রিয়তা কোনো সুপারস্টারের থেকে কম নয়। নাম তার সিতারা।
ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৩০ লাখ। সম্প্রতি একটি জুয়েলারি হাউস তার নামেই লঞ্চ করেছে তাদের নতুন কালেকশন।
গয়নার সেই নতুন কালেকশনের নাম ‘সিতারা কালেকশন’। সেই বিজ্ঞাপনের মডেল হিসেবেও শুট করেছেন সিতারা।
জানা যায়, এই বিজ্ঞাপনের জন্য ১ কোটি টাকা নিয়েছেন সিতারা। পাশাপাশি একটি নতুন রেকর্ডও গড়েছে সে।
সিতারাই প্রথম মডেল, যে মাত্র ১১ বছর বয়সে স্থান পেয়েছে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে। মেয়ের এই সাফল্যে আনন্দে আত্মহারা সুপারস্টার বাবা ও অভিনেত্রী মা।
সিতারা হলেন দক্ষিণের সুপারস্টার মহেশবাবু ও নব্বইয়ের জনপ্রিয় অভিনেত্রী নম্রতা শিরোদকরের মেয়ে। মেয়ের সাফল্যগাঁথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন গর্বিত বাবা-মা। এই বয়সেই নামের মতোই তারকা বনে গেছেন সিতারা।
এসএ-০১/১২/২৩ (বিনোদন ডেস্ক)