যুক্তরাষ্ট্রেও মেয়েদের ‘মধ্যমণি’ জায়েদ খান

দেশের কোনো অনুষ্ঠানে জায়েদ খানের উপস্থিতি মানেই তাকে ঘিরে ছবি তোলার হিড়িক। অবশ্য ভক্তদের আবদার মেটাতে হাসিমুখে পোজ দেন ঢাকাই সিনেমার আলোচিত এ নায়ক। তার মেয়ে ভক্তের কথা নিজমুখে অনেকবার বলেছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রে গিয়েও মেয়ে ছবি শিকারীদের কবলে পড়েছেন কাঙ্ক্ষিত এ ব্যাচেলর হিরো।

সম্প্রতি সেখানকার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জায়েদ খান। নিউ ইয়র্ক ও ভার্জিনিয়ায় দুটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। নিউ ইয়র্কের অনুষ্ঠানে সমালোচনার কবলে পড়লেও ভার্জিনিয়ার দর্শকেরা জায়েদের নাচ উপভোগ করেছেন বলে জানান জায়েদ খান।

এরই মধ্যে জায়দ খানকে নায়াগ্রা জলপ্রপাতের নিকট দেখা যায়। এর আগের দিনই ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরিকেও দেখা যায় সেখানে। বিষয়টি কি কাকতালীয়? এমন প্রশ্নের জবাবে জায়েদ খান জানালেন, ঠিকমতো ঘোরারই সময় পাচ্ছেন না তিনি।

জায়েদ খান বলেন, ‘পূজা চেরির সঙ্গে আমার দেখা হয়নি। আসলে আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এখানে যেখানে যাচ্ছি মেয়েরা এসে জেঁকে ধরছে। প্রত্যেকেই আমার সঙ্গে ছবি তুলতে চায়। প্রথমে সিঙ্গেলে ছবি তোলে তারপর আবার গ্রুপ ফটো তোলে। এত মেয়ের সঙ্গে ছবি তুলতে গেলে কত সময় খরচ হয়! অবশ্য আমার খারাপ লাগছে না। আমার সঙ্গে ছবি তুলে আনন্দ পেলে সেটা আমার জন্যও আনন্দের।’

শুধু জায়েদ খানই নন, বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন শাকিব খান, পূজা চেরি, তাসনিয়া ফারিণ, অপূর্ব, মেহজাবীন চৌধুরীসহ ছোট ও বড় পর্দার আরও অনেক তারকা। কেউ গেছেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে, কেউ আবার ছুটি কাটাতে, কারো আবার ছবি মুক্তি উপলক্ষ্যে যেতে হয়েছে।

এসএ-১০/১২/২৩ (বিনোদন ডেস্ক)