ছেলের নাম তারিক জামিল রাখলেন সানা খান

কিছুদিন আগেই পুত্র সন্তানের মা হয়েছেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান। মুফতী আনাস সাইদকে বিয়ের পর তাদের সংসারে প্রথম সন্তান এটি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়ার খবর, এরই মধ্যে সন্তানের নাম ঠিক করেছেন সানা। ইসলাম প্রচারক হিসেবে পরিচিত পাকিস্তানি ধর্মীয় বক্তা মাওলানা তারিক জামিলের নামানুসারে সানা খান তার ছেলের নাম রেখেছেন।

ছেলের নাম তারিক জামিল রাখা প্রসঙ্গে সানা বলেন, তারিক নামের অর্থ ‘সকালের যে তারা রাতে আসে’। আর জামিল অর্থ ‘সুন্দর’। নাম ব্যক্তিত্বের ওপর দারুণ প্রভাব ফেলে। আমরা আমাদের ছেলের জন্য এমন একটি নাম চেয়েছিলাম যা ধর্মপরায়ণতা, সহনশীলতা, ভদ্রতা এবং সততার প্রতীক।

প্রাক্তন এই অভিনেত্রী জানান, ইসলাম ধর্মকে যাতে আরও ছড়িয়ে দিতে পারে তাদের সন্তান, তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।

২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় সানা খানের। এর পর বলিউডে ‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’ ও ‘টয়লেট : এক প্রেম কথা’র মতো সিনেমা করেন। রিয়েলিটি শো বিগ বসের পাশাপাশি ‘ফেয়ার ফ্যাক্টর : খাতরোঁ কে খিলাড়ি’র ষষ্ঠ মৌসুমে অংশ নিয়েছিলেন তিনি।

এরপর ২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানান সানা। সেই বছরেই নভেম্বরে মুফতি আনাসকে বিয়ে করেন তিনি। এখন সুখেই কাটছে তাদের সংসার।

এসএ-১০/১৪/২৩ (বিনোদন ডেস্ক)