বাবার গানে ছেলের টিকটক

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে সংক্ষিপ্ত ভিডিও বানিয়ে জনপ্রিয়তা পেয়েছেন অনেকেই। এবার এই মাধ্যমে গান-ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়।

এবারের ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গানে ঠোঁট মিলিয়েছে শাকিবের সাত বছর বয়সী সন্তান। প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার বয়স তার এখনো হয়নি। গানের ভিডিও টিকটকে আপলোড করেছেন জয়ের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস।

গানের ভিডিওটি নজরে এসেছে চিত্রনায়ক বাবা শাকিব খানেরও। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব।

তিনি বলেন, ‘ও প্রিয়তমা’ গানটি মুক্তির পর থেকেই কিন্তু আলোচনায়। এরই মধ্যে গানটি সবার হৃদয় ছুঁয়েছে। এই গানের সঙ্গে দেশ–বিদেশের নানা প্রান্ত থেকে অনেকেই অনেক ধরনের ভিডিও বানাচ্ছে। গানটি অল্প সময়ে বেশ কয়েকটি রেকর্ডও করেছে। দ্রুততম সময়ে কোটি ভিউর মাইলফলকও ছুঁয়েছে এই গান। এর মধ্যেই গানটিতে জয়ের ঠোঁট মেলানোটা ভীষণ মজার ছিল।

এই ভিডিওর বিষয়ে মা অপু বিশ্বাসও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নেটিজেনরা জয়ের এমন কাজে বেশ আনন্দ পেয়েছেন। নানা ধরনের মন্তব্য করে জয়ের এই গানে ঠোঁট মেলানোর প্রশংসা করছেন। কেউ কেউ লিখেছেন, জয়কে তারা আগামী দিনের নায়ক হিসেবে দেখতে চান।

‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। এই গানটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গেয়েছেন অপু বিশ্বাসও। তিনি টিকটকও করেছেন।

এসএ-০৬/১৫/২৩ (বিনোদন ডেস্ক)