কার ওপরে রাগ উগরে দিলেন পরীমণি

ঢাকাই চলচিত্রের আলোচিত নায়িকা পরীমণি। ছেলে রাজ্য অসুস্থ। তাকে নিয়ে হাসপাতাল ও বাসায় ছোটাছুটি করছেন।

এরই মধ্যে রোববার ফেসবুকে একটি পোস্ট করেছেন এ নায়িকা।

তিনি লিখেছেন, ‘এই যে বাচ্চার কিছু হইলেই মাকে যারা ব্লেইম করেন তাদের আসলে নিজেদের জীবনের কোনো অ্যাপ্রিসিয়েশন তো নাই-ই শুধুমাত্র ফ্রাস্ট্রেশন ছাড়া। এরা কিছু বুঝুক আর না বুঝুক আগে অন্যের ঘাড়ে দোষ চাপায়।’

তিনি আরও লেখেন, কোনো আইডিয়া আছে তোমার, বাচ্চা অসুস্থ হলে একজন মায়ের কি পরিমাণ মানসিক চাপ যায়! তার ওপর এইসব বলদামি কথাবার্তা জাস্ট নেওয়া যায় না ভাই। আজকে এক স্মার্ট বলদ বলতেছে ‘এত মানুষ থাইকা কি লাভ বাচ্চার যদি জ্বর ই আসে।’ কী করতে মন চায় এখন?

ভারাতক্রান্ত মন নিয়ে শুক্রবার রাতে ছেলের হাতে ক্যানোলা করা ছবি পোস্ট করে ফেসবুকে একটি পোস্ট করেন এ অভিনেত্রী।

ঢাকাই চলচিত্রের অভিনেতা শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য সম্পর্ক ভালো যাচ্ছে না পরীমণির। দুজন এখন আলাদা থাকছেন। তাই একা হাতে সবকিছু সামলাচ্ছেন অভিনেত্রী। ছেলের সব দায়িত্ব একাই পালন করছেন তিনি।

মাত্র সাতদিনের পরিচয়ে পরীমণি ও শরিফুল রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

এসএইচ-১০/১৬/২৩ (বিনোদন ডেস্ক)