দিন কয়েক আগে ঘোষণা আসে, আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’। এবার জানা গেল মুক্তির তারিখ। আগামী ২২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
রোববার (১৬ জুলাই) পোস্টার উন্মোচনের পর সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ জানান, এটি একটি থিম পোস্টার। এরপরে ধারাবাহিকভাবে আরও কিছু পোস্টার প্রকাশ হবে।
তিনি বলেন, ‘সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। এছাড়া আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপোড়েনও দেখা যাবে। দর্শক ভিন্নরকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।
প্রযোজক চৌধুরী নিজাম নিশো বলেন, “বাংলা সিনেমার যে আন্তর্জাতিক বাজার তৈরি হয়েছে সেই বাজারটা আমরা ধরতে চাই। ‘ময়ূরাক্ষী’ দিয়ে আমাদের এই পথচলা শুরু হতে যাচ্ছে। দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমরা আমাদের সিনেমা পৌঁছে দিতে চাই।”
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা, জাহিদ নিরব।
‘ময়ূরাক্ষী’তে ববির বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী প্রমুখ।
এসএ-০২/১৬/২৩ (বিনোদন ডেস্ক)