‘শাকিব-অপু ঘুরছেন, এখানে সমস্যা কোথায়’

কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রে উড়াল দেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। এরপরই সন্তান জয়কে নিয়ে সেখানে হাজির হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনজনকে সেখানে একটি রেঁস্তোরা থেকে বের হয়ে গাড়িতে উঠতেও দেখা গেছে।

প্রাক্তন এই তারকা দম্পতির মার্কিন মুলুকে সময় কাটানোয় বিচ্ছেদ ভুলে ফের একসঙ্গে মিলে যাওয়ার গুঞ্জন উঠেছে। বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ।

তিনি বলেন, ‘শাকিব খান তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও নিজের সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাকডোনাল্ডে খেতে গেছেন, কিছু স্থানে ঘুরছেন। আমি এখনও বুঝি নাই, এখানে সমস্যা কোথায়?’

হিমেল মনে করছেন, শাকিব-অপু যা করছেন তা মোটেও অন্যায় নয়। বরং নিজেদের ভাঙা সম্পর্কের আঁচ ছোট্ট ছেলের মনে যেন কোনো নেতিবাচক প্রভাব না ফেলে বাবা-মা হিসেবে সেই চেষ্টাই করছেন এই জুটি।

এদিকে শাকিবের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়ানো প্রসঙ্গে অপু বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্রে আসার পরদিনই শাকিবের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। এরপর তো ছেলেকে নিয়ে শাকিব ঘোরাঘুরি করছেন। ছেলেকে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছেন, শপিংয়ে নিচ্ছেন। কোনো কোনো সময় আমিও সঙ্গে থাকছি, ব্যাপারটা এই তো।’

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘বিকেলের দিকে সন্তানকে সঙ্গে নিয়ে আমি ও শাকিব ম্যাকডোনাল্ডে গিয়েছিলাম। বের হওয়ার সময় সম্ভবত অন্য একটা গাড়ি থেকে ভিডিওটি করা হয়েছে। আমি ফেসবুকে দেখেছি। আমাদের দুজনকে ঘিরে ভক্তদের মন্তব্যও দেখছি। বেশির ভাগই তো ইতিবাচক। ভক্তরা প্রিয় তারকার যেকোনো বিষয় ভালো চান। আমি সবসময়ই ভক্তদের কথার প্রাধান্য দেই।’

তাহলে ভক্তদের এমন চাওয়াকে কতটা গুরুত্ব দিচ্ছেন? এমন প্রশ্ন অপু বলেন, ‘দেখুন, পরিস্থিতি কখন কী হয়, সেটা হুট করে বলা মুশকিল। এখনই এ বিষয়ে মন্তব্য না করাই ভালো। সময় সবকিছু বলে দেয়, সবকিছু নির্ধারণ করে দেয়। দেখা যাক কী হয়।’

এসএ-০৬/১৭/২৩ (বিনোদন ডেস্ক)