সব গুঞ্জন উড়িয়ে দিয়ে যা বললেন বুবলী

ঈদুল আজহায় ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীর দুটি সিনেমা ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ মুক্তি পেয়েছে। নিমোর প্রচারে ব্যস্ত সময় পার করলেও বিগত কয়েক দিনে কোথাও তার কোনো উপস্থিতি চোখে পড়েনি।

এ কারণেই গুঞ্জন ওঠে: দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তিনি। আর আগে থেকেই সেখানে আছেন এই নায়িকার স্বামী ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।

তবে সেসব গুঞ্জনের কথা উড়িয়ে দিয়ে মঙ্গলবার দুপুর ২টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা মিলল বুবলীর। সেখানে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী।

ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার রাজপুত্রের সঙ্গে আমার সুন্দর পৃথিবী।’

বুবলীর এই পোস্টে ভক্তরা ইতিবাচক মন্তব্য করেছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান, অপু বিশ্বাস ও তাদের সন্তান আব্রাম খান জয়। যুক্তরাষ্ট্রে একসঙ্গে তাদের সময়ও কাটাতে দেখা গেছে।

এ ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অপু-শাকিবকে নিয়ে চর্চা শুরু হয়েছে। কেউ বলছেন, আবার মিলে যাচ্ছে তারা। এতে অনেকে খুশি হয়ে তাদের সাধুবাদ দিলেও আরেক দল খুঁজছে বুবলীকে।

এসএইচ-০৮/১৯/২৩ (বিনোদন ডেস্ক)