পাঁচ বছর পর কলকাতায় যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। কারণ- সিনেমা। তাও আবার পুরনো ঘর এসকে মুভিজে ফিরছেন তিনি। গলেছে তাদের মান অভিমানের বরফ।
শেষ ২০১৮ সালে রাজ বিশ্বাসের ‘নাকাব’ সিনেমায় কলকাতার দর্শক দেখেছিলেন তাকে। মাঝে কেটে গেছে অনেক বছর। করোনা পরিস্থিতির পর বাংলাদেশ থেকে কলকাতায় যাননি অভিনেতা। কঠিন পরিস্থিতির পর অনেকেই জোরসে কাজ চালিয়েছেন। ব্যতিক্রম শুধু শাকিব।
বিষয়টি নিশ্চিত করেছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। তারা জানায়, আশোক ধানুকার এসকে মুভিজের সঙ্গে কাজ করতে চলেছেন শাকিব। সব ঠিক থাকলে, আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে।
জানা গেছে, আগস্ট মাসে কলকাতায় যাবেন নায়ক। এসকে মুভিজ়ের সঙ্গে আগামী মাসেই মিটিং। এরপর আসবে সিনেমার ঘোষণা।
এর আগেও এই ‘এসকে মুভিজ’ প্রযোজিত সিনেমায় দেখা গেছে শাকিব খানকে। ‘নবাব’, ‘শিকারি’, ‘চালবাজ’, ‘ভাইজান এল রে’-তে অভিনয় করেছেন তিনি। পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় তাদের আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।
এসএ-০২/২১/২৩ (বিনোদন ডেস্ক)