সুযোগ পেলে মেয়েরা ‘বার্বি ডল’ হতে চায়: ভাবনা

বিশ্বজুড়ে গেল শুক্রবার মুক্তি পেয়েছে হলিউডের বহুল কাঙ্ক্ষিত সিনেমা ‘বার্বি’। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ারে এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত হয়ে জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা জানান, সুযোগ পেলে সব মেয়েরাই ‘বার্বি ডল’ হতে চায়।

ভাবনার কথায়, ‘ছোটবেলা থেকেই সবাই “বার্বি” পছন্দ করে। বিশেষ করে নব্বই দশকের আমরা যারা আছি। এটি আসলে আমাদের ইমোশনের একটা জায়গা। কারও জন্মদিন বা ক্লাস পার্টি, তখনই শুধু স্কুলে সিভিল পোশাকে যেতে পারতাম আমরা। দেখা যেত সে সময় অনেকেই বার্বি ডলের মতই সাজার চেষ্টা করত। আসলে সুযোগ পেলে সব মেয়েরাই “বার্বি ডল” হতে চায়।

এই অভিনেত্রী আরও বলেন, ‘ছোটবেলায় আমিও বার্বি বা স্নো হোয়াইট- এসব অনেকবার হয়েছি। আবার যেমন খুশি তেমন সাজে সিনড্রেলাও হয়েছি। আমার মনে হয়, ছোটবেলায় সব মেয়েদেরই বার্বি ডল ছিল। সো এটা অবশ্যই আমাদের জন্য ভীষণ আনন্দের, আমরা “বার্বি”র প্রিমিয়ারে এসেছি এবং খুবই এনজয় করছি।’

এদিন ‘বার্বি’র প্রিমিয়ার উপলক্ষে সিনেমার থিমের সঙ্গে মিল রেখে গোলাপি রঙে সাজানো হয় স্টার সিনেপ্লেক্স। শুধু তাই নয়, আমন্ত্রিত অতিথিদের অনেকে গোলাপি রঙের পোশাক পরে আসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাবনা, মুমতাহিনা চৌধুরী টয়া, জেফার, পিয়া জান্নাতুল, নুহাশ হুমায়ূন, সাফা কবির, রমজান মিয়াসহ অনেকে।

উল্লেখ্য, ওয়ার্নার ব্রাদার্সের ‘বার্বি’ সিনেমাটি নির্মাণ করেছেন গ্রেটা গেরউইগ। এর প্রধান দুই চরিত্রের মধ্যে ‘বার্বি’র ভূমিকায় দেখা যাবে মার্গট রবি ও ‘কেইন’ চরিত্রে রায়ান গসলিংকে। সিনেমায় ‘দক্ষিণ এশিয়ান কেইন’ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের মডেল ও অভিনেতা রমজান মিয়া।

এসএ-০২/২২/২৩ (বিনোদন ডেস্ক)