হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও সামান্থা রুথ প্রভুর একটি ছবি। যেখানে দেখা গেছে, একই বিছানায় শুয়ে আছেন এই অভিনেতা-অভিনেত্রী।
সামান্থাকে পিছন থেকে জড়িয়ে ধরে রেখেছেন বিজয়। নায়িকাও স্বস্তিতে ঘুমাচ্ছেন। আবার কখনো বিজয়কে উঠে জড়িয়ে ধরছেন সামান্থা। ছবিটি ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীদের নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়।
জানা গেছে, বাস্তব নয় এটি একটি সিনেমার দৃশ্য। সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে সামান্থা ও বিজয়ের নতুন ছবি ‘কুশি’। সেই সিনেমারই একটি চিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিজয়। ক্যাপশনে লিখেছেন, ‘একেবারেই আমার মতো আদর। কুশির মতো প্রেম।’
বিজয়ের এই পোস্টে মন্তব্য করেছেন সামান্থাও। নায়কের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আশা করি তুমি তোমার পছন্দমতো আদর পেয়েছো।’
পর্দায় কাটানো দুজনের মুহুর্ত নিয়ে এই দুই তারকার খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করেছেন। তাদের জুটি ভালো কিছু উপহার দিবে সেই প্রত্যাশা করছেন।
পর্দায় সামান্থার সঙ্গে বেশ রোম্যান্টিক মুডে দেখা মিললেও বাস্তবে অভিনেত্রী রাশ্মিকা মান্দানার সঙ্গে প্রেমের গুঞ্জন রয়েছে বিজয়ের। খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতেও বসবে এই জুটি। সামাজিক মাধ্যমে নিয়মিতই তাদের দুজনের বিভিন্ন সময়ে কাটানো মুহুর্তের ছবিরও দেখা মিলেছে।
এসএ-১০/২২/২৩ (বিনোদন ডেস্ক)