টানা নয় দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। আর বাড়ি ফিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। রীতিমতো স্বামীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী।
নিজের ভেরিফায়েড ফেসবুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করে এক পোস্টে অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন মৌনি। ওই ছবিগুলোতে হাতে স্যালাইন, শুকনো মুখ ও রুগ্ন চেহারায় দেখা গেছে তাকে। সেখানেই স্বামীর ভূয়সী প্রশংসা করেন তিনি।
তবে ঠিক কী অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি ওই পোস্টে।
ক্যাপশনে মৌনি লিখেছেন, নয় দিন ধরে হাসপাতালে, যা কিছু জানি তার চেয়েও গভীর নীরবতায় আমি অভিভূত। বাড়ি ফিরতে পেরে খুব খুশি। ধীরে ধীরে সুস্থ হচ্ছি। এটাই ভালো। সুখী, স্বাস্থ্যকর জীবনের মূল্যই বেশি। আমার প্রিয় বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। যারা ওই সময়ে আমার সঙ্গে সময় কাটিয়েছে, আমার খেয়াল রেখেছে। আমার আরোগ্য কামনা করে পাশে থেকেছে।
স্বামী সূর্য নাম্বিয়ারের প্রশংসা করে অভিনেত্রী লিখেছেন, তোমার মতো আর একজনও নেই। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ।
মৌনির পোস্টে রীতিমতো ঝড় উঠেছে নেটিজেনদের। তার দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করেছেন দিশা পাটানি, ম্রুণাল ঠাকুর, নিয়া শর্মা, দিশা পারমার, পুলকিত শর্মা থেকে সায়ন্তী ঘোষ, মাশাবা গুপ্তার মতো অনেক বলিউড তারকাই। টালিপাড়ার বন্ধু শুভশ্রী গাঙ্গুলিও আরোগ্য কামনা করে অভিনেত্রীকে লিখেছেন, তোমাকে ভালোবাসি।
এসএ-০৩/২৩/২৩ (বিনোদন ডেস্ক)