সমালোচকদের উদ্দেশে শুভশ্রীর কড়া বার্তা

দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। আর এ কারণে সৃজিত মুখার্জির সিনেমাও হাতছাড়া হয়ে গেছে তার। বর্তমানে বিশেষ এই মুহূর্ত উপভোগ করতে স্বামী, সন্তান নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে অবস্থান করছেন তিনি। বলা চলে, সেখানে বেশ আনন্দেই দিন পার করছেন এই তারকাদম্পতি।

এ দিকে নেটমাধ্যমে পান থেকে চুন খসলেই যেন কটাক্ষের মুখে পড়েন তারকারা। শুভশ্রীর ক্ষেত্রেও ব্যাপারটা একইরকম। গর্ভাবস্থাতেও বোল্ড অবতারে ধরা দিচ্ছেন এই অভিনেত্রী।

এর আগেও বোল্ড অবতারে ধরা দিয়ে একাধিকবার নেটিজেনদের ট্রোলের শিকার হতে হয়েছে শুভশ্রীকে। যদিও সেসবে কোনো পাত্তাই দেননি তিনি। তবে এবার সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামের স্টোরিতে শাহরুখ খানের এক পডকাস্টের ভিডিও শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘নিন্দুকদের প্রতি আমার বার্তা’।

ওই ভিডিওতে কিং খানকে বলতে শোনা গেছে, আমাকে অনেকদিন ট্রোল না করা হলে আমি চিন্তায় পড়ে যাই যে আমার জনপ্রিয়তা কমে গেল নাকি ভেবে! পরে ভাবি ও আচ্ছা পরীক্ষা চলছে তাহলে।

সেই সঙ্গে সমালোচকদের উদ্দেশে অভিনেত্রী আরও লেখেন, টুইটারে গালিগালাজ দেওয়ার হলে বানানটা অন্তত ঠিক লিখুন। শাহরুখের বার্তা শেয়ার করেই সমালোচকদের একহাত নিলেন শুভশ্রী।

সম্প্রতি দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছেন এই নায়িকা। এরপর থেকেই শুভশ্রীর ফেসবুক, ইনস্টাগ্রামে অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন শুভশ্রী। তবে শুধু শুভেচ্ছা নয়, হবু মা কী করছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, সব দিকেই নজর রয়েছে নেটিজেনদের। চলতি সপ্তাহেই পরিবার নিয়ে শুভশ্রী দেশে ফিরবেন বলে জানা গেছে।

এসএ-০৭/২৪/২৩ (বিনোদন ডেস্ক)