ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা দিয়েই বাজিমাত করেছেন ‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ। ইতোমধ্যেই বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় জায়গা করে নিয়েছে ছবিটি।
দারুণ সাফল্যের পর এবার নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন এই চলচ্চিত্র পরিচালক। সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ভক্তদের সেই সুখবর জানিয়েছেন তিনি।
জানা গেছে, হিমেলের নতুন এই সিনেমার নাম ‘রাজকুমার’। নির্মাণের পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ নিজেই লিখছেন তিনি।
‘প্রিয়তমা’ নির্মাতার নতুন সিনেমা আগমনের খবরে ভক্তদের মধ্যেও বেশ উচ্ছ্বাস দেখা গেছে। জানা গেছে, এই সিনেমায়ও শাকিব খানের সঙ্গেই জুটি বেঁধে কাজ করবেন এই নির্মাতা।
শাকিবের বিপরীতে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। প্রথমবার বাংলাদেশি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কোর্টনি। তিনি মার্কিন টিভি সিরিয়ালের অভিনেত্রী। অর্ধশতাধিক মার্কিন অভিনেত্রীদের মধ্য থেকে অডিশনের মাধ্যমে কোর্টনি কফিকে চূড়ান্ত করা হয়েছে।
এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে ছবিটি। প্রযোজক হিসেবে ছবিটির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো। এই সিনেমার আরেকজন প্রযোজক কাজী রিটন।
এসএ-০২/২৫/২৩ (বিনোদন ডেস্ক)