বাবা হারালেন অভিনেত্রী লারা লোটাস

ছোটপর্দার অভিনেত্রী লারা লোটাসের বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তিনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে লারা লেখেন, ‘আহা আব্বু…! আমার বাবা শেষ নিশ্বাস ত্যাগ করলেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ এশার নামাজের পর উত্তরার ১০ নম্বর সেক্টর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। সবাই তার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, লারা লোটাসের বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি রাজাধানীর একটি বেসরকারি হাসপাতলে চিকিৎধীন ছিলেন।

অভিনেত্রীর বাবার মৃত্যুর খবরে শোক জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকা থেকে শুরু করে সাংবাদিকরাও। সকলেই তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

এসএ-০৮/২৭/২৩ (বিনোদন ডেস্ক)