আবার মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি! আর আজ রোববার এমন খবর চাউর হওয়ার পেছনে বড় কারণ- মাহির একটি ফেসবুক পোস্ট। যেখানে এই চিত্রনায়িকা লিখেছেন, ‘আমি তুমি আর আমাদের ২টা ফুল।’
মাহির এমন পোস্টে মন্তব্য করেছেন শবনম ফারিয়া। তার কথায়, ‘অভিনন্দন, একসঙ্গে দুজনকে দেখতে আসব।’
একই সঙ্গে চিত্রনায়িকা জাহারা মিতু জানিয়েছেন, ‘যা ভাবছি যদি তাই হয়, তা হলে অভিনন্দন।’ আর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছাবার্তা তো আছেই।
এবার বিষয়টি নিয়ে কথা বলছেন তিনি। জানালেন, তিনি মা হচ্ছেন না। মাহির কথায়, ‘খবরটি সত্য নয়। আমি মা হতে যাচ্ছি না। যেসব খবর ছড়িয়েছে তা মিথ্যা। মা হবার খবর থাকলে তো আমিই আনন্দের সঙ্গে সবাইকে জানাবো।’
তাহলে ফেসবুকে এমন স্ট্যাটাস কেন? এই প্রশ্নের উত্তরে এই চিত্রনায়িকা বলেন, ‘আমি আমার একটা ইচ্ছার কথা প্রকাশ করেছি। আমি তুমি আর আমাদের ২টা ফুল- এটা আমার ইচ্ছা। আমাদের আরেকটা সন্তান এলে বেশ ভালো হতো, এমন আকাঙ্ক্ষার কথাই প্রকাশ করেছি।’
এসএইচ-১৪/৩০/২৩ (বিনোদন ডেস্ক)