ফরিদা আক্তার পপি তার আসল নাম। সিনে পর্দায় তিনি ববিতা। ৭০-এর দশকের অন্যতম সেরা এই অভিনেত্রী আজ পা রাখলেন ৭০-এ।
দেশের বহু ছবিতে অবদান রাখা এ তারকার আন্তর্জাতিক সিনেমার যাত্রা শুরু হয় সত্যজিৎ রায়ের হাত ধরে। অভিনয় করেন ‘অশনি সংকেত’ ছবিতে। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমার জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বেয়ার পুরস্কার অর্জন করেন সত্যজিৎ।
সেসময় লন্ডনে বিবিসিকে একটি সাক্ষাৎকার দেন নির্মাতা। ‘অশনি সংকেত’ ছবিতে ববিতাকে নির্বাচন করার বিষয়টিও তুলে ধরেন তিনি। বলেন, ’নতুন ছেলে-মেয়ে আমি সবসময় খুঁজি। অনঙ্গ বউয়ের জন্য আমার সেটাই মনে হয়েছিল। তখন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের যে দেয়ালাটা ছিল, তা উঠে গেল। ভাবলাম, ওখানে দেখা যাক না কেন!’
ববিতা প্রসঙ্গে তার হৃদ্য প্রশংসাও শোনা যায়। সত্যজিৎ রায় বলেন, ‘একসময় সত্যিই ইচ্ছে ছিল ওখানে (বাংলাদেশে) গিয়ে শুটিং করবো। কিন্তু পরিস্থিতি তখনও সন্তোষজনক হয়নি। তবে মেয়েটিকে পাই। ঢাকা থেকে আমার জন্য চিত্রালী পত্রিকা পাঠানো হতো।
সেখানেই ববিতাকে প্রথম দেখি। মনে হয়, একে একবার দেখা যেতে পারে। এরপর শুনি, তারা কলকাতায় আসছেন। তারা আমার বাড়িতে এলেন। তাকে আমি দেখলাম। তিনি স্ক্রিন টেস্টেও পাস করে গেলেন। পাটটা তিনি করলেন। এবং বেশ ভালো করলেন।’
এরপরই তৈরি হয় ইতিহাস। ছবির প্রধান চরিত্রে ববিতার অভিনয় তাক লাগিয়ে দেয় অনেক ভারতীয় নায়িকাকে। ৭০-এর এই শ্রাবণ জন্মদিনে কিংবদন্তিকে শুভেচ্ছা।
এসএইচ-১৭/৩০/২৩ (বিনোদন ডেস্ক)