বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি। পাঁচ দিনে ছবিটি আয় করেছে প্রায় ৫৩ কোটি রুপি। বর্তমানে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন এ অভিনেতা। যার ঝলক দেখা গেল তার সোশ্যাল হ্যান্ডেলে।
বুধবার (২ আগস্ট) রণবীর তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি-ভিডিও পোস্ট করেন। যেখানে একটি স্থিরচিত্রে নানার সঙ্গে ছবির সাফল্য উদযাপন করতে দেখা যায় তাকে। দুজনেই হাত দিয়ে ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন। এ সময় রণবীরের পরনে ছিল আকাশী-নীল সোয়েটার। যার ওপরে লেখা ‘হোয়াট ঝুমকা?’। এবং তার নানার পরনে কালো টি-শার্ট। যেটিতে লেখা ‘টিম রকি’। আরেকটি ভিডিওতে নানা-নাতিকে ‘মেরি ছায়া’ সিনেমার ‘ঝুমকা গিরা রে’ গানের তালে নাচতে দেখা যায়। অন্য ভিডিওতে রণবীরের নানা বলছেন ‘টিক্কা ছাড়ো টাকিলা নাও।’
ক্যাপশনে রণবীর সিং লেখেন, ’৯৩ বছর বয়সে রকিজমের শিখরে নানা, রকিগিরি দেখাচ্ছেন! যেমন একজন হার্টথ্রব ’ মন্তব্যের ঘরে কৃতি শ্যানন লেখেন, ‘সুপার কিউট।’ জেরিন খান লিখেছেন, ‘দারুণ।’ নির্মাতা করণ জোহরের মন্তব্য, ‘উভয়েই হার্টথ্রব।’ জয়া আখতার বলছেন, ‘কী সুন্দর!’ বোঝা যাচ্ছে, নানা-নাতির এই মেলবন্ধনে মজেছে ভক্ত-দর্শক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির তারকারাও।
করণ জোহর তার ফিল্মি ক্যারিয়ারের ২৫তম বর্ষে এসে নির্মাণ করলেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এতে রকি ওরফে রণবীর সিংয়ের বিপরীতে রানি চট্টেপাধ্যায় চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, টোটা রায় চৌধুরী, চুর্ণী গঙ্গোপাধ্যায় প্রমুখ। গত ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।
এসএ-০১/০২/২৩ (বিনোদন ডেস্ক)