২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগে মুখ খুলেছেন টালিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। ইতোমধ্যে বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)।
বুধবার (২ আগস্ট) কলকাতা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেন নুসরাত জাহান।
নায়িকা বলেন, গতকাল গভীর রাতে বাড়ি ফেরার কারণে বিষয়টি নিয়ে কথা বলতে পারিনি। যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, তাদের থেকেই ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকার ঋণ নিয়েছিলাম আমি। মূলত সেই টাকা দিয়েই বাড়িটি কেনা হয়েছে।
নুসরাত জাহান আরও বলেন, সেভেন সেন্স ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে ২০১৭ সালের ৬ মে সুদসহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরত দিয়েছি কোম্পানিকে। ব্যাংকের নথিও আমার কাছে আছে। ৩০০ শতাংশ চ্যালেঞ্জ করতে পারি, আমি কোনো ধরনের দুর্নীতিতে যুক্ত নই। আমি এক পয়সা নিলে এখানে আসতাম না।
মঙ্গলবার (১ আগস্ট) একটি সংস্থার নাম উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, সেই সংস্থার নামেই দুর্নীতি করেছিলেন বসিরহাটের সাংসদ নুসরাত জাহান।
এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের মুখপাত্র বলেন, দলের তরফে নুসরাতকে সতর্ক করা হলেও কাজ হয়নি। তিনি নিজের মর্জির মালিক। তাছাড়া নুসরাত এমন কোনো বড় মাপের নেত্রী নন যে দলকে তার পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, আবাসন দুর্নীতির অভিযোগ নিয়ে আপাতত নুসরতের পাশে নেই দল। নুসরাত যা করেছেন তা ব্যক্তিগতভাবে। যখন দুর্নীতির অভিযোগ উঠেছিল তখন নুসরাতের সঙ্গে তৃণমূলের তেমন কোনো সংযোগ ছিল না।
এসএ-০৭/০২/২৩ (বিনোদন ডেস্ক)