সত্যিই সম্পর্ক ভাঙছে সৃজিত- মিথিলার?

টলিপাড়ায় যেমন নতুন সম্পর্ক গড়ে ওঠে, তেমন একের পর এক সম্পর্কও ভাঙে। কিছুদিন ধরে স্টুডিওপাড়ায় এক তারকা জুটির আলাদা থাকার গুঞ্জন রয়েছে। শোনা যাচ্ছে সম্পর্কে ফাটল ধরেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও দুই বাংলার অভিনেত্রী বাংলাদেশের রাফিয়াথ রশিদ মিথিলার।

খারাপ সময়ের মাঝে, কিছুদিন আগে উদযাপনে মেতেছিলেন তারকা দম্পতি। কোরবাণী ঈদে ফ্রেমবন্দি হয়েছিলেন সৃজিত-মিথিলা। দাম্পত্য নিয়ে পরিচালক দম্পতির দু’জনেই মুখে কুলুপ এঁটেছিলেন। তবে এবার মুখ খুললেন মিথিলা।

বললেন, “এটা নিয়ে কিছু বলার নেই। সবাই যেমন গুঞ্জন শুনেছে, তিনিও শুনেছেন। এরকম গুঞ্জন প্রতি বছরই শুনেন। এটা সত্যি বা মিথ্যে জেনে কার কী লাভ হবে? পরচর্চা- পরনিন্দার মতো একটা বিষয়।

যদি সকলে নিজের জীবনটা নিয়ে একটু ভাবতে পারি, পজিটিভলি কনট্রিবিউট করি তাহলে সমাজে-পরিবারে-পৃথিবীতে বেঁচে থাকাটা স্বার্থক হবে। কিন্তু সারাক্ষণ অন্যকে নিয়ে ভাবার চর্চার জন্য পৃথিবীতে ভাল কিছু হচ্ছে না। সেই কারণে এমন সব প্রশ্নের উত্তর জেনে কারও কোনও লাভও নেই।”

এসএইচ-০৪/০৩/২৩ (বিনোদন ডেস্ক)