বিয়ের প্রায় এক বছরের মাথায় সন্তানের বাবা হলেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গেল ৩০ জুলাই ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ।
গত বছরের ৫ আগস্ট পারিবারিক আয়োজনে নাফিসাকে বিয়ে করেছিলেন পলাশ। নিজেদের প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীর উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে সন্তান এবং নাফিসার সঙ্গে দুটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই অভিনেতা।
পাঠকদের উদ্দেশে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
দেখতে দেখতে একটা বছর কেটে গেল। গত বছরের এই দিনে আমরা এক হয়েছি সারাটা জীবন একসঙ্গে থাকার স্বপ্ন নিয়ে। আজও আমরা একসঙ্গেই আছি, সঙ্গে নতুন অতিথি! এর চেয়ে বড় উপহার একজন মানুষের জীবনে আর কি হতে পারে?
এখনও মনে হয় আমি যেন ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছি। কি নিদারুণ যত্নে এই আমাকে, আমাদের সংসারকে আগলে রাখলে নাফিসা তুমি! আমার সকল অনিয়ম, অগোছালো সময়কে বিনাবাক্যে মেনে নিয়ে সব গুছিয়ে ফেললে তুমি।
আমি সত্যিই গর্বিত তোমার মতো সৎ মনের মানুষকে জীবনে পেয়ে। কৃতজ্ঞ তোমার প্রতি। আমার আর আমাদের ছেলের পক্ষ থেকে ভালোবাসা রইল প্রিয় ‘নাফু’। ৫ আগস্ট ২০২২ এই দিনটি সারাজীবনের জন্য স্পেশাল হয়ে থাকবে আমার কাছে।
উল্লেখ্য, বর্তমানে দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ। পাশাপাশি একটি প্রতিষ্ঠানেও কর্মরত রয়েছেন তিনি। গত বছর পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন পলাশ। তবে বিয়ের বিষয়টি সামনে আসে ২০২২ সালের ডিসেম্বরে।
এসএ-০১/০৫/২৩ (বিনোদন ডেস্ক)