দক্ষিণী জনপ্রিয় তারকা রাম চরণের সঙ্গে জুটি বেঁধে নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন বলিউড সেনসেশন কিয়ারা আদভানি। জানা গেছে, এই ছবির নাম ‘গেম চেঞ্জার’।
পর্দা কাঁপানোর আগে ইতোমধ্যেই আলোচনার সৃষ্টি করেছে ছবিটি। ভারতীয় গণমাধ্যমের দাবি, এই সিনেমায় পাঁচটি গান থাকছে। আর সেই পাঁচ গানের পেছনেই ব্যয় করা হবে ৯০ কোটি রুপি! যা একটি পুরো সিনেমা নির্মাণের খরচই বলা যায়।
নির্মাতা চাইছেন, গানের সঙ্গে চোখ ধাঁধানো উপস্থাপনা দর্শকের সামনে হাজির করতে। যার কারণেই এই বিশাল বাজেট।
শোনা যাচ্ছে, ‘গেম চেঞ্জার’র গান তৈরি করছেন থামান এস। বিশাল আয়োজনের প্রজেক্ট, তাই ক্যারিয়ারের সেরা সুর-সংগীতের চেষ্টায় ডুবে আছেন তিনি। গানগুলোর কোরিওগ্রাফি করবেন জনি মাস্টার ও প্রভু দেবা। তবে বাজেট সংক্রান্ত খবরটি নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনও অফিসিয়াল বার্তা পাওয়া যায়নি।
গত বছর রাম চরণকে দেখা গেছে দুটি সিনেমায়। এর মধ্যে ‘আরআরআর’ বক্স অফিসে যেমন রেকর্ড গড়েছে, তেমনি গানের জন্য অস্কার জিতে ইতিহাসও তৈরি করেছে দক্ষিণী সিনেমায়। বর্তমানে পুরোদমে ‘গেম চেঞ্জার’ নিয়েই ব্যস্ত রয়েছেন এই তারকা।
এসএ-০১/০৬/২৩ (বিনোদন ডেস্ক)