বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিনে দেশব্যাপী প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘বঙ্গমাতা’। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের অবদান তুলে ধরতে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চলচ্চিত্রটি নির্মাণ করেছে। বাংলাদেশের ইতিহাসে বঙ্গমাতাকে নিয়ে এটিই প্রথম চলচ্চিত্র।
খোরশেদ বাহারের উপন্যাস ‘বঙ্গমাতা-ইতিহাসের নিভৃত সৈনিক’ অবলম্বনে, নাসরীন মুস্তাফার চিত্রনাট্যে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। বঙ্গমাতা চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। এছাড়াও অভিনয় করেছেন মুনির আহমেদ শাকিল, ফারজানা ছবি, সুহাসিনী মেঘলা টুপুর, খলিলুর রহমান কাদরী, লাবণ্য চৌধুরী, অধ্যয়ন দৃশ্যসহ আরও অনেকে।
সারাদেশে ‘বঙ্গমাতা’ চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ আগস্ট) দেশের সকল শিল্পকলা একাডেমীসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সকল সংস্থায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। বাংলাদেশ জাতীয় যাদুঘরে পুরোমাস জুড়ে ১ ঘণ্টা পরপর চলচ্চিত্রটির শো চলবে। এছাড়াও দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও উপজেলা পর্যায়ে বিশেষভাবে প্রদর্শনের জন্য ব্যাবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, রোববার (৭ আগস্ট) বিকেল ৫ টায় শিল্পকলা একাডেমীর নাট্যশালা মিলনায়তনে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়েছে।
এসএ-০৮/০৬/২৩ (বিনোদন ডেস্ক)