স্বপ্ন সত্যি হলো রাশমিকার

আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা’ দিয়ে বলিউডে ব্যাপক পরিচিতি পেয়েছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এরপর বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ দিয়ে হিন্দি ছবিতে অভিষিক্ত হন। যদিও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি ছবিটি। এবার বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধলেন ‘ভারতের জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রাশমিকা। শিগগির পর্দায় দেখা যাবে এ জুটিকে। তবে সেটা কোনো সিনেমায় নয়, একটি কমার্শিয়াল বিজ্ঞাপনে দেখা যাবে তাদের। সম্প্রতি যশরাজ ফিল্মসের স্টুডিওতে একসঙ্গে দেখা গেছে শাহরুখ-রাশমিকাকে।

এক টুইট বার্তায় কিং খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন এ অভিনেত্রী। টুইটারে রাশমিকা লেখেন, ‘ভারতীয় সিনেমায় সৌন্দর্যের প্রতীক শাহরুখ খান। বিজ্ঞাপনে তার সঙ্গে কাজ করছি। এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’

শাহরুখ খানকে আগামীতে দেখা যাবে ‘জওয়ান’ ছবিতে। তামিল পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

অন্যদিকে, রাশমিকা মান্দানাকে দেখা যাবে ‘অ্যানিমেল’ ছবিতে। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ছবিটিতে তার বিপরীতে দেখা যাবে রণবীর কাপুরকে। চলতি বছরের ১ ডিসেম্বর মুক্তি পাবে অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি।

এসএ-০৬/০৮/২৩ (বিনোদন ডেস্ক)