গত ঈদে দেশ-বিদেশে ব্যাপক সাফল্য পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। এর পরই গুঞ্জন ওঠে শাকিবের পারিশ্রমিক নিয়ে। সিনেমাপ্রতি এখন ১ কোটি টাকা হাঁকছেন ঢাকাই সিনেমার এই অভিনেতা। আর আগের চুক্তিবদ্ধ হওয়া অনেক সিনেমার সাইনিং মানিও ফিরিয়ে দিয়েছেন তিনি। শাকিব যে পারিশ্রমিক বাড়িয়েছেন, বিষয়টি এবার নিশ্চিত করলেন নির্মাতা অনন্য মামুন।
সেলিব্রেটি হতে হলে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হয় উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই নির্মাতা লিখেছেন, ‘শেষ সপ্তাহে দীপংকর দীপন পরিচালিত “অন্তর্জাল” সিনেমাটি দেখে আমার খুব খারাপ লেগেছে। সত্যিই নতুন ধারার নতুন টেকনোলজির একটি আধুনিক সিনেমা। সিয়ামকে আমার উদীয়মান হিরোদের মধ্যে সবচাইতে বেশি পটেনশিয়াল মনে হয়। কিন্তু প্ল্যানিংয়ে অনেক অভাব। এত বড় বাজেটের একটি সিনেমার সঙ্গে কীভাবে ওটিটিতে একই হিরোর আরেকটি কনটেন্ট রিলিজ হয় সেটা আমার মাথায় আসে না। আপনাকে সেলিব্রেটি হতে হলে প্ল্যান থাকতে হবে।’
এরপরই শাকিবের পারিশ্রমিকের বিষয়টি নিয়ে কথা বলেছেন এই নির্মাতা। তার কথায়, ‘শাকিব ভাই কোটি টাকা চেয়েছেন শুধুমাত্র ঈদের ছবির জন্য। অন্য ছবির সম্মানী কিন্তু কোটি টাকার নয়। তার একটা গোছানো প্ল্যান আছে। “প্রিয়তমা”র মতো হিট ছবি উপহার দেওয়ার পরে উনি কিন্তু বলেননি বা আরও দশটা ছবির ঘোষণাও দেননি। সব সময় নিশ্চুপ। শুধু কাজ নিয়ে প্ল্যান করেন। “দরদ” নিয়ে আমাকে যে সহযোগিতা করছেন তা হয়তো-বা আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করবে। আমাদের মানুষ শাকিব খানকে অনেক টেনে ধরেছেন কিন্তু তিনি তার বুদ্ধিমত্তা দিয়ে সত্যিই এগিয়ে গেছেন। সামনে আরও অনেক কিছু করবেন।’
সম্প্রতি অনন্য মামুনের নতুন সিনেমা ‘দরদ’-এ চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। যেখানে তার নায়িকা থাকবেন বলিউড থেকে কেউ একজন। এরই মধ্যে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও কে থাকছেন শাকিবের বিপরীতে তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে এই সিনেমার প্রযোজনায় যুক্ত হয়েছে ভারতের এসকে মুভিজ।
এসএ-০৭/০৯/৩০(বিনোদন ডেস্ক)