আমি খুবই বিপদে পড়েছি : ফাহমিদা নবী

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন দেশের নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী। তার দুইটি ফেসবুক পেজ হ্যাক করেছে হ্যাকাররা। ফলে পেজ দুটির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবেই হারিয়েছেন তিনি।

সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন এই সংগীতশিল্পী। যেখানে ফাহমিদা নবী বলেন, আমি খুবই বিপদে পড়েছি। আমার দুটো পেজ কে বা কারা ব্লক করে দিয়েছে। আমি নিজেই ঢুকতে পারছি না। পেজ হ্যাক হয়েছে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে এই পেজ দুটো থেকে আমি হয়ে যদি কেউ কোনো কমেন্ট বা উত্তর দেয়, বুঝে নেবেন সে আমার এই সর্বনাশ করেছে এবং দয়া করে রিপোর্ট করবেন। উদ্ধারের উপায় খুঁজছি।

একইসঙ্গে এমন সংকটের মধ্যে ফেলা হ্যাককারীর তথ্য জানতে পারলে, তাকে সেটা জানানোর জন্য অনুরোধও জানিয়েছেন ফাহমিদা নবী।

সংগীতচর্চা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ফাহমিদা নবী। গানের বিভিন্ন মুহূর্ত, ভিডিও ক্লিপ ছাড়াও ফেসবুকে নিয়মিত কবিতাও প্রকাশ করেন তিনি।

সম্প্রতি প্রকাশ পেয়েছে এই সংগীতশিল্পীর ‘তুমি এলে তাই’ শিরোনামের নতুন একটি গান। সুলতানা নুরজাহান রোজির কথায় গানটির সুর-সংগীত করেছেন সজীব দাস। ইয়ামিন এলান গানটির ভিডিও নির্মাণ করেছেন।

এসএ-০৯/১০/০৩(বিনোদন ডেস্ক)