দু’দিন পরেই শুরু হচ্ছে আইসিসি বিশ্বকাপ। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। এর মধ্যেই সব ছেড়ে গুয়াহাটি থেকে জরুরি ফ্লাইটে মুম্বাইয়ে ফিরেছেন বিরাট কোহলি। তারপর থেকে উৎকণ্ঠা আনুশকা শর্মাকে নিয়ে।
কিছুদিন আগে শোনা যায়, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন অভিনেত্রী। এর মধ্যেই কোনো বিপদ হলো আনুশকার? তার জন্যই কী তড়িঘড়ি করে মুম্বাইয়ে ফিরলেন বিরাট? অনুরাগীদের আশ্বস্ত করে কী জানালেন আনুশকা?
রোববার জরুরি ফ্লাইটে গুয়াহাটি থেকে মুম্বাইয়ে বিরাটের আগমনে অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে বেলা হতেই নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে গান্ধী জয়ন্তির শুভেচ্ছা জানাতেই আশ্বস্ত হন আনুশকার অনুরাগীরা।
বিয়ের বছর চারেক পর প্রথমবার সন্তানসম্ভবা হন অনুষ্কা। ২০২১ সালের জানুয়ারি মাসে জন্ম হয় বিরাট ও আনুশকার মেয়ে ভামিকার। মেয়ের জন্মের পর থেকে তাকে বরাবর আগলে রেখেছেন বিরুষ্কা। এখন প্রায় আড়াই বছর বয়স ভামিকার।
গত মাসের শেষ দিক থেকে শোনা যায়, ফের সন্তানসম্ভবা অনুষ্কা। ভামিকার খেলার সঙ্গী নাকি আসছে শিগগিরই। সম্প্রতি এক ম্যাটারনিটি ক্লিনিকের বাইরে দেখা যায় আনুশকাকে। তারপর থেকেই জল্পনা ছড়ায় অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার।
গত কয়েকদিন ধরে ঢিলেঢালা পোশাকেই দেখা যাচ্ছে আনুশকাকে। আলোকচিত্রীদের দেখলেই মুখ ফিরিয়ে নিচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তানের আগমনের কথা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তারা। কিন্তু তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন এই তারকা দম্পতি।
এসএ-০২/১০/০৪(বিনোদন ডেস্ক)