প্রথমবারের মতো এক সিনেমায় দেখা মিলতে পারে বলিউডের শীর্ষ তিন তারকা সালমান খান, শাহরুখ খান ও হৃতিক রোশনের। যশরাজ ফিল্মসের ‘ওয়ার টু’ সিনেমায় হৃতিকের সঙ্গে বড় চমক হিসেবে হাজির হতে পারেন দুই খান। খবর- হিন্দুস্তান টাইমস।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ‘ওয়ার টু’ সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী তারকা জুনিয়ার এনটিআরকে। তাকে জব্দ করার জন্য় নাকি হৃতিকের সঙ্গে হাত মেলাবেন ‘পাঠান’ শাহরুখ এবং ‘টাইগার’ সালমান। খবরটি ছড়িয়ে পড়লেও, এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি প্রযোজক আদিত্য চোপড়া।
পরিচালক সিদ্বার্থ আনন্দের ‘ওয়ার’ সিনেমার সিক্যুয়েল বানাতে চলেছেন অয়ন মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, অয়নের কথাতেই নাকি সিনেমাটিতে অভিনয় করতে রাজি হয়েছেন জুনিয়ার এনটিআর।
‘আরআরআর’ সিনেমার সাফল্যের পর থেকেই বলিউডের নজরে পড়েছেন এনটিআর জুনিয়র। তাকে নিয়েই ‘ওয়ার টু’ সিনেমার চিত্রনাট্য তৈরি করতে যাচ্ছেন অয়ন মুখোপাধ্যায়।
শোনা যাচ্ছে, হৃতিক ও এনটিআরের দ্বৈরথ দেখা যাবে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার’ সিনেমার সিক্যুয়েলে। সেখানেই থাকবেন সালমান-শাহরুখও। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে মুক্তি পাবে সিনেমাটি।
এসএ-০৮/১০/০৫(বিনোদন ডেস্ক)