২৪ ঘণ্টার বেশি সময় ধরে ইসরায়েলে রক্তক্ষয়ী হামলা চালিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাস। এ হামলায় ইসরায়েলিদের প্রাণহানির সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন আরও দুই হাজারের বেশি ইসরায়েলি। এ ঘটনায় দেশটিতে আটকে পড়ে ভারতীয়সহ বহু বিদেশি নাগরিক। সে তালিকার একজন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে জানানো হয়, বিধ্বস্ত ইসরায়েলে আটকে পড়েছিলেন নুসরাত ভারুচা। শনিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্নও ছিলেন অভিনেত্রী। পরে দূতাবাসের সহায়তায় রোববার দুপুরে দেশে ফেরেন নুসরাত।
জানা যায়, হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে নুসরাত ইসরায়েল গিয়েছিলেন। শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার সঙ্গে শেষ যোগাযোগ করা গিয়েছিল। তারপর থেকেই আর অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। সেসময় নুসরাত জানিয়েছিলেন, তিনি কোনো বেসমেন্টে রয়েছেন। আর সুরক্ষিত রয়েছেন।
পরদিন রোববার মোবাইল নেটওয়ার্ক ফিরতেই ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে ভারতের মুম্বাইয়ের উদ্দেশে রওনা হন।
অভিনেত্রীর সহকর্মীরা জানান, নুসরাত সুরক্ষিত রয়েছেন। তবে দেশে ফিরেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
শনিবার ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিকভাবে রকেট হামলা শুরু করে হামাস। এরপর হামাসের শত শত যোদ্ধা স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়ে বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।
এদিকে, ফিলিস্তিনের কর্মকর্তারা বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার ভোরের দিকে লড়াই শুরু হওয়ার পর ইসরায়েলের পাল্টা হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।
এসএ-০২/১০/০৯(বিনোদন ডেস্ক)