পাঁজরের ট্যাটু মুছে ভক্তদের নিরাশ করলেন সামান্থা

শরীরের ডান পাশের পাঁজরে নাগা চৈতন্যর নামের ট্যাটু করিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। ট্যাটুতে ইংরেজিতে লেখা ছিল ‘Chay’। এটি নাগার ডাকনাম। এই নামেই নাগাকে সম্বোধন করেন ভক্তরা। নাগার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও সামান্থার শরীরের সেই ট্যাটু ছিল। তার নানা ছবি প্রমাণ দিয়েছে সেটির।

কিন্তু ইদানিং ট্যাটুটি কি শরীর থেকে মুছে ফেলেছেন সামান্থা? সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। গোলাপি রঙের পোশাক পরেছিলেন তিনি। ফটোশুটও করেছিলেন সেই পোশাক পরে। সেখানেই দেখা যায়, পাঁজরে নেই সামান্থার সেই ট্যাটুটি।

জানা গেছে, নাগা চৈতন্যর কাছেই আছে সামান্থার পোষা প্রাণী হ্যাশ। দুবাই গিয়েছিলেন সামান্থা। যাওয়ার আগে চিন্তায় ছিলেন হ্যাশকে নিয়ে। কোথায় রাখবেন প্রিয় পোষ্যকে! এক্ষেত্রে নাগার কাছে রাখলেই নিরাপদ আশ্রয় মনে হয়েছিল তার।

হ্যাশের সঙ্গে সেলফিও পোস্ট করেছেন নাগা। এই পোষ্যর কারণে এখনো পর্যন্ত যোগাযোগ চলছে নাগা-সামান্থার। এমনটা দেখে দারুণ আনন্তিও ছিলেন ভক্তরা। তাদের মনে হতে শুরু করেছিল যে, হয়তো হ্যাশের কারণেই ভাঙা সম্পর্ক জোড়া লাগবে নাগা-সামান্থার। কিন্তু তার যে কোনও সম্ভাবনা নেই, তা সামান্থার ট্যাটু মুছে দেওয়ার পর থেকেই অনুমান করা যাচ্ছে।

২০১৭ সালে গোয়ায় হিন্দু এবং খ্রিস্ট দুই মতেই বিয়ের অনুষ্ঠান পালন করেছিলেন নাগা-সামান্থা। পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন তারা। ২০২১ সালে জানা যায়, তাদের বিয়ে ভাঙছে। খবরটি নিজেরাই জানিয়েছিলেন নাগা-সামান্থা। তা জানার পর মন ভেঙে গিয়েছিল তাদের ভক্তদের।

এসএ-০২/১০/১২(বিনোদন ডেস্ক)