গত বছরই সামান্থা রুথ প্রভু জানিয়েছিলেন যে মায়োসাইটিস নামে এক বিরল অটো ইমিউন রোগে ভুগছেন তিনি। সে কারণে বেশ কিছু ছবির কাজও তিনি ছেড়েছেন। এবার ফের ভক্তদের চিন্তা বাড়ালেন অভিনেত্রী। হাসপাতালে ভর্তি সামান্থা রুথ প্রভু। সে কথা নিজেই জানিয়েছেন ‘ফ্যামিলি ম্যান ২’-এর অভিনেত্রী।
দক্ষিণী এ স্টারের নতুন পোস্ট দেখে দুশ্চিন্তায় তার ভক্তরা। হাসপাতালের বেড থেকে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। হাতে দেওয়া আছে স্যালাইন। কোলে রয়েছে একটি ট্যাব। ওষুধ খেয়ে কোন কোন রোগমুক্তি ঘটেছে, ছবি পোস্ট করে সে বিষয়ে সামান্থা বিস্তারিত জানিয়েছেন।
২০২২ সালে প্রথমবার নিজের স্বাস্থ্য সম্পর্কে তথ্য শেয়ার করেন সামান্থা। তিনি জানান যে মায়োসাইটিস নামে এক বিরল অটো ইমিউন রোগে ভুগছেন। এই রোগের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সরাসরি আক্রমণ করে পেশিকে। একাধিক কারণে এই রোগ হতে পারে, এর ফলে পেশিতে অনেক সময় তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। এর প্রধান উপসর্গ পেশিতে যন্ত্রণা ও দুর্বলতা। আপাতত সেই বিরল রোগ থেকে মুক্তির জন্যই সবরকম চিকিৎসা নিচ্ছেন সামান্থা।
এই মুহূর্তে স্বাস্থ্যের প্রতি নজর দিতে চান বলেই জানিয়েছেন। সম্প্রতি তার ও নাগা চৈতন্যে সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন শোনা যায়। তবে সেই গুঞ্জনেও জল ঢেলেছেন সামান্থা নিজেই।
এসএ-০৫/১০/১৩(বিনোদন ডেস্ক)