দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (১৩ অক্টোবর) দেশজুড়ে ১৫৩ সিনেমা হলে মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এর আগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমাটির প্রিমিয়ার প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের পর ‘মুজিব’ সিনেমাটি উপভোগ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মুক্তির ঘোষণাও দেন তিনি। সেই সঙ্গে ‘মুজিব’ চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট নির্মাতা, কুশলী ও শিল্পী সবার প্রতি প্রধানমন্ত্রী ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সিনেমাটি দেখার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বসা ছিলেন বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ।
সিনেমা দেখা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভকে কী বলেছেন সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আরিফিন শুভ বলেন, বঙ্গবন্ধুর মেয়ে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মনে করেছেন আমি তুলে ধরতে পেরেছি।
তিনি আরও বলেন, ‘যার বাবার চরিত্র করেছি তার মনে হয়েছে আমি পেরেছি। যিনি তাকে খুব কাছ থেকে দেখেছেন, একজন কন্যার যদি তার বাবাকে নিয়ে মনে হয়, আমার বাবার চরিত্র এ সুন্দর করেছে। উনি রীতিমতো আমাকে জিজ্ঞেস করলেন, কীভাবে করেছো? কীভাবে করলা এত সুন্দর করে?’
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটি। ভারতের প্রখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল নির্মাণ করেছেন সিনেমাটি।
২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ করা হয়েছে। এরপর ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন হয়।
সিনেমাটির শেষ কয়েকটি দৃশ্যের চিত্রায়ণ হয় তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরসহ ঢাকার বেশ কিছু এলাকা এবং গোপালগঞ্জে।
প্রসঙ্গত, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, জায়েদ খান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।
এসএ-০৫/১০/১৪(বিনোদন ডেস্ক)