বলিউড স্টার হৃতিক রোশন ও সাবা আজাদের প্রেমের গুঞ্জন বহুদিন আগের। জনসমক্ষে একাধিক বার হৃতিকের সঙ্গে দেখা গিয়েছে সাবাকে। এবার নেটপাড়ায় ফের হাসির পাত্র হয়েছেন হৃতিকের প্রেমিকা।
সম্প্রতি মুম্বাইয়ের জনপ্রিয় ল্যাকমে ফ্যাশন উইকের র্যাম্পে নাচতে নাচতে গান গেয়েছিলেন সাবা আজাদ । সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যেমে ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় ব্যঙ্গ, বিদ্রুপ। অভিনেত্রী তথা গায়িকাকে মানসিক ভারসাম্যহীন বলেও কটাক্ষ করা হয়। এবার প্রেমিকা সাবার জন্য নিজেই মাঠে নামলেন বলিউড স্টার হৃতিক রোশন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক খবরে জানা যায়, হৃতিক রোশন ল্যাকমে ফ্যাশন উইকে সাবার পারফরম্যান্সের ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে সমস্ত ট্রোলের জবাব দিয়ে দিলেন। সেই পারফরম্যান্সের ভিডিওর স্ক্রিনশট শেয়ার করেই হৃতিক তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘একেই বলে নিজেকে সঁপে দেওয়া! তাইতো তুমি এত উজ্জ্বল!’ নিজের এই মন্তব্যের মাধ্যমেই যেন সামাজিক যোগাযোগমাধ্যেমে যাবতীয় কুমন্তব্যের জবাব দিলেন হৃতিক।
চলতি মাসের ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ল্যাকমে ফ্যাশন উইক হয়। দেশের নামী ডিজাইনাদের পোশাকে র্যাম্পে হাঁটেন মডেলরা। শো স্টপার হিসেবে একাধিক তারকাকে দেখা যায়।
উল্লেখ্য, ২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। তারপর বহুদিন সঙ্গীহীন ছিলেন হৃতিক। এক সাবাকে পেয়ে বেশ খুশি বলিউডের গ্রিক গড। প্রেম নিয়ে কোনও লুকোচুরি নেই তার। হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গেও সাবার ভাল বন্ধুত্ব।
এসএ-০২/১০/১৬ (বিনোদন ডেস্ক)