নকুল কুমার বিশ্বাস রাজনীতিতে যোগ দিলেন

তাৎক্ষণিক জীবনমুখী গান লেখা এবং সেসব গান শক্তিশালী কণ্ঠে গেয়ে অনেক আগেই শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। দীর্ঘদিন ধরে সংগীতের সঙ্গে থাকলেও কয়েক মাস আগেই রাজনীতিতে আসার ঘোষণা দিয়েছিলেন এই গায়ক।

এবার এ গায়ক কথা অনুযায়ী রাজনীতিতে যোগও দিলেন। বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক দল ‘কৃষক শ্রমিক জনতা লীগ’-এ যোগ দিয়েছেন তিনি।

রোববার জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন নকুল কুমার বিশ্বাস। এছাড়া সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফায়েড পেজেও এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এ ব্যাপারে এ গায়ক সংবাদমাধ্যমকে বলেন, আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। পরে একটা বড় দলের কাছ থেকে ফোন পাই। বলি, কয়েক মাস আগেও ‘ইনটেক’ ছিলাম আমি, এখন ‘টেক’ হয়ে গেছি।

এছাড়া নকুল কুমার বিশ্বাস গানে গানে বলেন, আমি হতে চাই না কোনো নেতার চামচা, তাই বুঝে শুনে বুকে তুলেছি বঙ্গবীর গামছা।

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আরও বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।

এসএইচ-১১/১৬/২৩ (বিনোদন ডেস্ক)