নানা নাটকীয়তার পর ফের মাঠে গড়িয়েছিল তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল থেকে শুরু হয়েছিল টুর্নামেন্টের বাকি খেলা। এদিন রাতেই লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু ফাইনালে এসে ফের গণ্ডগোল। দুই দলের দু’জন খেলোয়াড় নিয়ে আপত্তির জেরে মাঠেই গড়ায়নি ম্যাচটি। ফলে আবারও বিতর্কিত কারণে স্থগিত হয়ে গেল সেলিব্রিটি ক্রিকেট লিগ।
কিন্তু মধ্যরাতে এমন কি ঘটেছিল, যে কারণে দুই দল ফাইনাল নিশ্চিত করার পরেও খেলা শুরু হয়নি? এ বিষয়ে আয়োজক মাসুদুর রহমান জানালেন, ‘সালাহউদ্দিন লাভলু ভাইয়ের টিমে একজন প্লেয়ার আছে, যার নাম অন্তু; আর দীপংকর দীপন ভাইয়ের টিমে একজন প্লেয়ার আছে, যার নাম রাব্বি। তারা দুজনই অত্যন্ত ভালো খেলে এবং কোনও না কোনও সময়ে তারা কর্পোরেট ম্যাচে খেলেছেন। আগে একটা সিদ্ধান্ত হয়েছিল যে, অন্তু খেলতে পারবে না। কিন্তু এই পর্যায়ে এসে রাব্বির বিষয়টিও জানতে পারেন লাভলু ভাইয়েরা। আমরা বারবার বিষয়টা সমাধান করে আসছিলাম। শেষ যখন সেমিফাইনাল চলে, তখনও আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, কর্পোরেট খেলে আসা প্লেয়াররা খেলতে পারবেন না।’
আয়োজকের মন্তব্যে এতটুকু স্পষ্ট, দুজন প্লেয়ারের ইস্যুতে ছাড় দিতে নারাজ দুই দলই। যেটার পরিণতিতে খেলা বাতিলের পর্যায়ে গেছে। এরপর দুই দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও সমাধান বের করতে পারেননি আয়োজকরা। ৩ ঘণ্টার বেশি সময় নিলেও কোনো সিদ্ধান্তে আসতে না পেরে শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচ স্থগিতের ঘোষণা আসে আয়োজকদের পক্ষ থেকে।
এ বিষয়ে দুই দলের একজন অধিনায়ক দীপংকর দীপন বললেন, ‘আয়োজকদের কতবার বললাম যে, যত সময় যাচ্ছে, আমাদের প্লেয়াররা টায়ার্ড হয়ে যাচ্ছে, এনার্জি হারিয়ে ফেলছে। সেই সকাল বেলায় এসেছে। ফলে আমদের সেরা খেলাটা দিতে পারবো না। সুতরাং খেলাটা দ্রুত শেষ করুন। যে কোনও খেলায় নিয়ম-কানুন থাকে। এখানে সেই জায়গায় কিছু ফাঁক-ফোকর আছে। সেটার কারণেই বিতর্ক তৈরি হয়েছে। আমরা প্রথম থেকে যেই টিম নিয়ে খেলে এসেছি, সেই টিমই আছে। আমরা ফাইনাল খেলার জন্য প্রস্তুত আছি।’
অপর অধিনায়ক সালাহউদ্দিন লাভলুর ভাষ্য, ‘আমরা জানি না, কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেন। আমরা অলরেডি ক্রিজে আছি। আমাদের তো খেলতে হবে, এখানে আমরা কমিটেড।’
উল্লেখ্য, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) ২০২৩। এতে মোট আটটি দলে লড়ছেন বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন। এসব দলের নেতৃত্বে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।
এসএ-০৭/১০/১৮ (বিনোদন ডেস্ক)