হলিউড অভিনেতা বার্ট ইয়ং আর নেই

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা বার্ট ইয়ং। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৩। গত ৮ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে মারা যান তিনি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বার্ট ইয়ংয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অভিনেতার ম্যানেজার। বার্ট ইয়ংয়ের মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পর খবরটি প্রকাশ করলেন তিনি। তবে এতদিন পর কেন বার্ট ইয়ংয়ের মৃত্যুর সংবাদ প্রকাশ করলেন যে বিষয়ে কিছু জানা যায়নি।

জানা গেছে, ‘রকি’ সিনেমায় অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের শ্যালকের চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে সাড়া ফেলেছিলেন বার্ট ইয়ং। রীতিমতো তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সিনেমাপ্রেমীরা।

স্কুল জীবনের শিক্ষা শেষ করে জনপ্রিয় নির্দেশক লি স্ট্রসবার্গের অধীনে অভিনয় শিক্ষার প্রশিক্ষণ নিতে শুরু করেন বার্ট। পরে ১৯৫৭ সালে তিনি আমেরিকার নৌবাহিনীতে যোগ দেন।

১৯৭০ সালে ‘কার্নিভ্যাল অফ ব্লাড’ সিনেমার দিয়ে চলচ্চিত্রে পা রাখেন বার্ট ইয়ং। তবে ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকি’ সিনেমা অভিনেতাকে রাতারাতি প্রচারের আলোয় নিয়ে আসে।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন বার্ট ইয়ং। অভিনেতার উল্লেখযোগ্য সিনেমা হলো- ‘ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা’, ‘চায়না টাউন’, ‘উইন উইন’। শুধু অভিনয় নয়, পরবর্তী জীবনে চিত্রশিল্পী এবং লেখক হিসেবেও তার প্রতিভার পরিচয় দেন।

এসএ-০৫/১০/২০ (বিনোদন ডেস্ক)