একমাত্র মেয়ের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত বলিউডের সুপার স্টার আমির খান। মেয়ে ইরার বিয়ের সব আয়োজন নিজের হাতেই সামাল দিচ্ছেন আমির।
জানা গেছে, ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরে এলাহি আয়োজনে ২০২৪ সালের ৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন আমিরকন্যা ইরা খান। তবে তার আগে হবে আইনি বিয়ে। এরপর ১৩ জানুয়ারি মুম্বাইয়ে হবে রিসিপশন অনুষ্ঠান।
এ অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন বছরের প্রথম মাসের ৮-১০ তারিখ পর্যন্ত তিন দিন ধরে চলবে অনুষ্ঠান। মেহেদি থেকে সংগীত, হলদি সবটাই হবে ধুমধাম করে। নিমন্ত্রিত থাকবেন শুধু বর ও কনের পরিবার, আর খুব কাছের বন্ধুরা।
এদিকে মেয়ের বিয়ের তারিখ ঠিক হতেই কেঁদে ভাসাচ্ছেন আমির। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেয়ের বিয়ের দিন খুব কাঁদব।’
সেই সাক্ষাৎকারে আমির বলেন, আমার কথাগুলো হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। নূপুর আমার শুধু জামাই নয়, আমার ছেলেই। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর ওঁরা দুজনে একে অপরের সঙ্গে খুশি, সেটাই আমার কাছে যথেষ্ট।
জানা গেছে, গত চার বছর ধরে মনোবিদের তত্ত্বাবধানে আছেন হতাশাগ্রস্ত ইরা খান। নিজের ডিপ্রেশনের কথা কখনোই লুকাননি আমির কন্যা। সামাজিক মাধ্যমে আগেও নিজের মনের কথা খুলে বলেছেন তিনি। তিনি জানান, তার এই হতাশাগ্রস্ত হওয়ার পেছনে ঠিক কী কী কারণ রয়েছে। সেই প্রসঙ্গেই ১৪ বছর বয়সে নিজের শ্লীলতাহানি হওয়ার কথা জানান ইরা।
ইরা বলেন, প্রায় এক বছর পর জানতে পেরেছিলাম ওরা ইচ্ছাকৃতভাবেই আমার সঙ্গে এমন আচরণ করেছিল। কারণ ওরা আমার শ্লীলতাহানিই করতে চেয়েছিল। এই পরিস্থিতি থেকে বের হতে আমি সঙ্গে সঙ্গে মা-বাবাকে ই-মেল মারফত সব জানাই। কে বা কারা তার শ্লীলতাহানি করেছিল, সে বিষয়ে যদিও বিস্তারিত বলেননি তিনি। তবে ওই সব দিনগুলো কাটিয়ে জীবনে এগিয়ে গেছেন বলেই জানান ইরা।
এসএ-০২/১০/২৬ (বিনোদন ডেস্ক)